পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা মা হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে সাতটা নাগাদ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মালিক। মা এবং সন্তুান দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নানা বিতর্কের পর একেবারে ঘরোয়া একটি অনুষ্ঠানে ২০১০ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া ও শোয়েব। হায়দরাবাদের একটি মেয়ে আয়েষা অভিযোগ এনেছিলেন, মালিকের সঙ্গে তার ফোনের মাধ্যেম বিয়ে হয়েছে। সেই সব বিতর্ক মিটিয়ে আয়েষাকে বিচ্ছেদ দিয়ে সানিয়াকে বিয়ে করেন শোয়েব।
চলতি বছরের এপ্রিলে সানিয়ার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শোয়েব। সানিয়া বেবি বাম্পের ছবিও দেখা গিয়েছে ফটোশ্যুটে। সানিয়া আগেই বলেছিলেন, তাদের সন্তানের পদবীতে মা ও বাবা দু’জনের পদবীই থাকবে। সন্তানকে শোয়েবেও এদিন টুইটারে বেবি মির্জা মালিক বলেই ডেকেছেন।