বেনাপোলে পৃথক অভিযানে ২১ জন ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল পোর্ট থানার পুটখালীতে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে ভারত থেকে অবৈধ পথে অনুপ্রবেশের অভিযোগ ২১ নারী পুরুষ শিশু ও ৩২০ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৪ টা থেকে ৬ টা পর্যন্ত অভিযানে ফেনসিডিল ও এসব লোকজনকে আটক করা হয়।

ফেনসিডিলসহ আটককৃত আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা মোড়ের মাঠ থেকে ভারত থেকে অবৈধ পথে আসা ৮ জন পুরুষ ৮ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। অপরদিকে ভারতের ইছামতি নদী পার হয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে আলামিন নামে এক যুবক সহ ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আলামিন এর আগে ও ফেনসিডিলসহ আটক হয়েছিল বলে তিনি জানান।

অবৈধপথে দেশে অনুপ্রবেশকারীদের ও ফেনসিডিলসহ আটক যুবককে বেনাপোল থানায় পৃথক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়ি শরীয়তপুর, মাগুরা, মাদারীপুর, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রত্যান্ত অঞ্চলে।

বেনাপোল পোর্ট থানার এ এসআই শাহিন ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন বিজিবি কর্তৃক আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।