বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিএনপির গঠনতন্ত্র সংশোধন করা কেন অবৈধ হবে, না সে বিষয়ে রুল জারি করা হয়েছে।

দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এই আদেশ দেন।

কাফরুল থানার বাসিন্দা রিটকারী মোজাম্মেল হোসেন দাবি করেছেন, তিনি একজন বিএনপির সমর্থক। যদিও রিটের শুনানি করেছেন আওয়ামীপন্থী আইনজীবীদের নেতা মমতাজ আহমেদ মেহেদি। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার দায়ের করা রিটটির আজ শুনানি হয়।

মোজাম্মেল হোসেন নির্বাচন কমিশনকেও বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার জন্য একটি আবেদন দিয়েছেন। আজ হাইকোর্ট আদেশে বিষয়টি আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

বিস্তারিত আসছে…