যশোর শিক্ষাবোর্ডে প্রথমদিনের পরীক্ষায় ৪ হাজার ৮৬০ শিক্ষার্থী অনুপস্থিত

jessore education board

শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে যশোর শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। অসাধুপায় অবলম্বনের দায়ে কোন শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

বৃহস্পতিবার প্রথমদিনে বাংলা পরীক্ষায় ৪ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অংশ নেয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বাংলা পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ৪২৮ জন শিক্ষার্থী। তারমধ্যে পরীক্ষায় অংশ নিয়েচিল ২ লাখ ৯ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ না নেওয়া মধ্যে খুলনায় ৬৯১, বাগেরহাটে ৩২৪, সাতক্ষীরায় ৫২৭, কুষ্টিয়ায় ৭০৩, চুয়াডাঙ্গায় ৩৭৯, মেহেরপুরে ২৯৯, যশোরে ৮১৫, ঝিনাইদাহে ৫৮৪, মাগুরায় ২৫৯ ও নড়াইলে ২৭৯ জন শিক্ষার্থী রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, যশোর শিক্ষাবোর্ডে সকল কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।