বেনাপোলে স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস-ইমিগ্রেশন থেকে পায়ু পথে ভারতে স্বর্ন পাচারের সময় শহিদুল নামে এক পাসপোর্টযাত্রীকে ২পিছ স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার সকাল ১০ টার সময় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আটক করা হয়।

আটক পাচারকারী শরিয়তপুর জেলার জাজিরা থানার কুন্ডেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নং বিপি-০০৫৯২৭০।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহিদুলকে কাস্টমস বাউন্ডারির ভিতর থেকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার পর আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার পায়ুপথ থেকে ২ পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ১০ লাখ টাকা বলে তিনি জানান।
উদ্ধারকৃত স্বর্ণ সহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।