বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আজ রোববার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিকেল ৫টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরিকুল ইসলাম।
আগামীকাল সোমবার সকাল ১০ টায় পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তরিকুল ইসলামের প্রথম জানাজা, সকাল ১১টা ১৫ মিনিটে সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে তার লাশ যশোরে আনা হবে।
বিকাল ৩ টায় যশোর লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও আসর বাদ যশোর ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে কারবেলায় দাফন সম্পন্ন করা হবে।