জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ উন্নত জীবন পাবে: এমপি মনির

জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। রোববার দিনব্যাপী যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন উন্নয়নথমূলক কর্মকান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধীত প্রকল্পের মধ্যে রয়েছে, ৭৫ লাখ টাকা ব্যয়ে চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের ৩য় ও ৪র্থতলা সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে ধুলীয়ানি-শাহাজাদপুর সড়ক উন্নয়নের উদ্বোধন, প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে বেড়গোবিন্দপুর মাঠ সড়ক উন্নয়ন, ৩২ লাখ টাকা ব্যয়ে পলুয়া- বুড়িন্দিয়া সড়কের উদ্বোধন, ৮৮ লাখ টাকা ব্যয়ে মাড়ুয়া জিসি থেকে মাড়ুয়া পশ্চিমপাড়া মসজিদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন উল্লেখ্যযোগ্য।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনির আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ পাবে উন্নত জীবন।’

এ সময় সবাইকে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। কিন্তু পরাজিত শক্তির দোসরা ক্ষমতা দখলের পরে সেই মূল্যবোধটাই যেন হারিয়ে গিয়েছিল। এমন একটা সময় ছিল যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কেউই রেহাই পেতো না। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করছে।

মনিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন দৃশ্যমান। দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে এবং উন্নয়ন চাইলে জনগণ ফের নৌকা মার্কায় ভোট দিতে হবে।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সহিদুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্যানেল মেয়র শাহিদুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ধুলীয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, জগদীশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম, উপজেলা যুবলীগ নেতা মমিনুর রহমান, শাহেদ পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শাহিন, উপজেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি রিপা খাতুন, যুগ্ম-সম্পাদক নাজনীন নাহার, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামারুল ইসলাম, মহাদেব বাবু, মতিয়ার রহমান, সাদেক হোসেন, গোলাম মোস্তফা, কাশেম আলী ইউপি সদস্য আশরাফুল, মমতাজ, ইউনিয়ন যুবলীগ নেতা রিমন রেজা, রনি, নাজমুল, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন সরকার, শফিক হায়দার লাবলু, ফিরোজ, লিখন প্রমুখ।

এদিন চৌগাছার মর্জাদ বাওড়ে মৎস আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন এমপি মনিরুল ইসলাম মনির। এ সময় উপস্থিত ছিলেন, বিল বাওড় প্রজেক্টের প্রকল্প পরিচালক মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মারুফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানি সাহা, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, চৌগাছা মৎস কর্মকর্তা এস.এম শাহাজান সিরাজ, কালিগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজা প্রমুখ।