যশোরে দু’ছাত্রীর আত্মহত্যা

যশোরে দু’ছাত্রী আত্মহত্যা করেছে। তারা হলেন, শহরতলী ধর্মতলা এলাকার সুলতানের মেয়ে বনানী খাতুন (১৪) ও চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের তাহাজ্জেল হোসেনের মেয়ে ফারহানা খাতুন (১৮)।

পুলিশ জানিয়েছেন, শহরতলী ধর্মতলা এলাকার বনানী খাতুন এবারের জেএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার পরিক্ষা দিয়ে আসবার পর থেকে তার মোন খারাপ ছিলো। বিকাল চার দিকে গলায় ফাঁসদেয় বনানী। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যমোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের সদস্যদের ধারণা তাদের মেয়ের পরিক্ষা খারাপ হবার কারনে আত্মহত্যা করতে পারে।

এদিকে, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাড়িতে কীটনাশক পান করে ফারহানা খাতুন। সে চৌগাছা এবিসিডি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলো। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে দুপুর আড়াই টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। কোতয়ালী মডেল থানার এসআই শামীম আহমেদ জানিয়েছেন, দু’ছাত্রীর মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।