যশেরে মেহেদি হাসান ডলার (২০) নামে এক যুবককে মারপিট করে টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডলার বেজপাড়া পিয়ারি মোহন রোডের আব্দুল খালেকের ছেলে।
আহত ডলার জানিয়েছেন, তিনি শহরের আরএন রোড শফি মটরর্স এ কাজ করেন। বুধবার রাত নয় টায় কাজ শেষে বেতনের সাত হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেজপাড়া শ্যামা পূজোর মাঠের কাছে আসলে স্থানীয় দৃবৃর্ত্তরা ইয়াছিন ,বাপ্পি, সবুজ, হৃদয়সহ ১০/১১ জন তাকে বেধড়ক পিটিয়ে কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।