যশোর শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় গণিতে ৫ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়নি। বৃহস্পতিবার গণিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। গণিতে ২৭০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৯ হাজার ৭৯২ জন। তারমধ্যে ২ লাখ ২৪ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক চন্দ্র রুদ্র।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে খুলনায় ৭৮৪, বাগেরহাটে ৪২০, সাতক্ষীরায় ৫৯৭, কুষ্টিয়ায় ৭৮১, চুয়াডাঙ্গায় ৩৯৭, মেহেরপুরে ২৪৬, যশোরে ৮০৫, ঝিনাইদাহে ৬৭৮, মাগুরায় ৩৬৭ ও নড়াইলে ৩০৯ জন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোন পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।