যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সাফিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর দু’পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপােজলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
আহত সাফিয়া জানিয়েছেন, তাদের বাড়ির সীমানার উপর বিভিন্ন গাছের ভোগ দখল করে আসছিলো প্রতিবেশি দবির নামে এক ব্যক্তি। বুধবার সকাল সাড়ে নয় টার দিকে সাফিয়া বাড়ির পাশ থেকে একটি কলা গাছ কাটেন। এ ঘটনায় তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। এক পর্যায় কলা গাছের মালিক দবির দাবিকরে তার নেতৃত্বে শেফা, শিমল্যাসহ অজ্ঞাত ১০/১১ জন সাফিয়াদের বাড়িতে হামলাকরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে দু’পা ভেঙে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।