ফুড ব্যাংকিংয়ের উদ্যোগে যশোরে পথশিশুদের খাওয়ানো হলো চাইনিজ খাবার

ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থার ৫০তম ইভেন্ট শুক্রবার স্থানীয় অভিজাত রেস্তোরা ব্লু হ্যাভেনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ব্যতিক্রমী এ আয়োজনে ৫৪জন পথশিশুকে খাওয়ানো হয় উন্নত চাইনিজ খাবার।

এদিন সকালে কেক কেটে ইভেন্টের উদ্বোধন করেন যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ডা. আবুল কালাম আজাদ লিটু।

jessore food bankingসংস্থার সভাপতি আনিকা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জিলাস্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, ফুড ব্যাংকিংয়ের পরিচালক শেখ শাহজাহান, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন আপন, উপদেষ্টা কাজী ইসরাত শাহেদ টিপ, সাংগঠনিক সম্পাদক শেখ রমিম আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান প্রমুখ।

ফুড ব্যাংকিং যশোর গত ৬ মাসে ৫০টি ইভেন্টের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। তাদের সর্বশেষ ইভেন্টে এসব বঞ্চিত শিশুদের অভিজাত রেস্তোরায় এনে খাওয়ানো হয়।