যশোরের চৌগাছায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে চার টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের পশ্চিম পুকুর মাঠের আমজাদ আলীর ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার এসএম আকিকুল ইসলাম জানিয়েছেন, বিকেল চার টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে যায়। এ সময় তারা বোরকাপরা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বিকেল ৫ টার দিকে তিনি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।