বিএনপির ইশতেহারে প্রাধান্য পাবে দুর্নীতিমুক্ত উন্নয়ন : খসরু

amir khosru

বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারে কী থাকছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, দুর্নীতিমুক্ত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, বেকারত্ব হ্রাস ও তারুণ্যকে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকবে।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ইশতেহারে আরো গুরুত্ব পাবে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন। এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, দুর্নীতিমুক্ত উন্নয়নের মাধ্যমে মানুষের যে আয় তার সঠিক বিনিয়োগের নিরাপত্তার যে পরিবেশ, সেটাকে গুরুত্ব দিয়ে রূপরেখা থাকবে ইশতেহারে।’

এ সময় নির্বাচন নিয়ে আমীর খসরু আরো বলেন, ‘আমাদের সাত দফা মানা হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারপরও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, দেশের মালিকানা জনগণের কাছে তুলে দিতে, দেশের গণতন্ত্র এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা এখনো প্রত্যাশা করছি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।’