যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এসময় তাকে স্বাগত জানান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী।
বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ১টার দিকে বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসভবন মায়া-বি’তে বৈঠকে বসেবেন। তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। পরে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।
বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী। আর শ্রিংলার সঙ্গে থাকবেন হাই কমিশনের একটি প্রতিনিধি দল।