বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা।

বুধবার সকাল ১০ টার সময় এ টাকা ও পাচারকারী আটক হয়। হুন্ডি পচারকারী রাসেল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে বিএসবির নায়েক সুমন সহ সেখানে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশী ১০ লাখ টাকা উদ্ধার হয়। ভারত থেকে হুন্ডির এ চালানটি চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসছিল বলে তিনি জানান।
আটককৃত হুন্ডি পাচারকারীকে মামলা দিয়ে টাকা সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।