চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমন্তবর্তী জয়নগর গ্রামে স্কুল ছাত্রী শিশু শ্যালিকাকে ধর্ষণ শেষে হত্যা মামলায় দুলাভাই ইমান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। মামলার অপর আসামি আব্দুল মজিদ মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগরের লিয়াকত আলীর মেয়ে স্কুলছাত্রী শিশু ফারাজান আক্তার কুটি গত ২০১৪ সালের ৯ সেপ্টম্বর রাতে নিখোঁজ হয়। এঘটনার দুইদিন পর (১১ সেপ্টেম্বর ২০১৪) নিখোঁজ স্কুল ছাত্রী কুটির দুলাভাই ইমান আলী ও প্রতিবেশী বিল্লাল হোসেনের ছেলে আব্দুল মজিদকে পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা কুটিকে ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নিহত কুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত কুটির পিতা বাদী ধর্ষণ শেষে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।