যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ডিগ্রী কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান রাহি (২৫) দীর্ঘ দুই মাস ধরে কিডনি বিকল এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে নওয়াপাড়ার হোমিওপ্যাথি চিকিৎসক এ রহিমের বড় সন্তান।
ছেলের এ ধরণের অসুখের সংবাদে হতভম্ব হয়ে পড়েছেন পিতা। তিনি কাঁদতে কাঁদতে জানান- দীর্ঘ দুইমাস পূর্বে তার সন্তান রিফাতের দুটি কিডনি বিকল হয়ে পড়ে এবং সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। প্রতিদিন তার ওষুধের খরচ পড়ছে ৪ হাজার টাকা। স্বল্প আয়ের সংসারে তার সন্তানকে বাঁচিয়ে রাখতে চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া কামনা করেছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি তার ছেলের চিকিৎসার খরচ মেটাতে ২লাখ টাকা ধার নিয়েছেন। এখন তার ছেলের চিকিৎসার জন্য আরও ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করেন, তাহলে ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে অনুরোধ জানিয়েছেন।
ডা. এ রহিম, আইএফআইসি ব্যাংক লি:, নওয়াপাড়া শাখা, যশোর। সঞ্চয়ী হিসাব নং- ৪১৬৩৪৯৬৪০৩০৩৫।