কারাগারে অসুস্থ রফিকুল ইসলাম মিয়া ঢামেকে ভর্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে রফিকুল ইসলাম মিয়াকে পুলিশি পাহারায় ঢামেকে আনা হয়।

তাকে হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বর বেডে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিসেন্ট্রি সমস্যায় ভুগছেন।

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ডিসেন্ট্রিজনিত কারণে তাকে আনা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিন দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব।