এবার ঐক্যফ্রন্টে আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

গণফোরামে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাঈদ।

সোমবার দুপুরে রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে গিয়ে তিনি গণফোরামে যোগ দেন। গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সমকালকে জানান, অধ্যাপক আবু সাঈদ গণফোরামের প্রাথমিক সদস্য হয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে মনোয়নপত্র কিনেছেন। নির্বাচনে ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচন করতে পারেন।

এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।