একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা সোমবার প্রকাশ করার কথা থাকলেও তা স্থগিত করেছে দলটি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
কৌশলগত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছে তিনি বলেন, যাচাইবাছাই শেষে জোটগতভাবে তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করতে চায় না আওয়ামী লীগ।
এসময় ওবায়দুল কাদের বলেন, আমরা কৌশলে মার খেতে চাই না, কৌশলে এগিয়ে যেতে হবে। এতে আমরা কারও থেকে পিছিয়ে থাকতে চাই না।
গণমাধ্যমে প্রকাশিত প্রার্থীদের তালিকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা জোটের তালিকা প্রকাশ করব। দলীয়ভাবে যেটা করেছি তা কিন্তু গণমাধ্যমে দিইনি। এমন অনেক প্রার্থীর নাম গণমাধ্যমে এসেছে, যাঁদের আমরা চিঠি দিইনি। এটা বিভ্রান্তিকর।