লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক যুগ্ম সম্পাদক ও লালমনিরহাট জেলার সদস্য সচিব রোকনউদ্দিন বাবুল।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোকন উদ্দিন বাবুল রাজনৈতিক জীবনে ২০০৯ সালে স্বতন্ত্রভাবে কালীগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে ৪৭ হাজার ভোট পেয়ে লালমনিরহাট-২ আসনের বর্তমান মহাজোট প্রার্থী প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে পরাজিত হয়ে প্রথমে বিএনপিতে যোগদান করেন। কিছুদিন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকার পর ২০১৫ এর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নিবার্চনে ৩২ হাজার ভোট পেয়ে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহোদর মাহাবুজ্জামান আহমেদের কাছে পরাজিত হন।
পরে দলছুট নেতা রোকন উদ্দিন বাবুল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেন। বিভিন্ন জনসমাবেশে এরশাদ তাকে লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ঘোষণার পরও তাকে মহাজোটের মনোনয়ন না দেয়ায় তিনি বিএনপিতে যোগদান করলেন।