একাদশ জাতীয় নির্বাচনে দু’টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। নির্বাচনের জন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাহীন চাকলাদারের দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে যশোর-৩ ও যশোর-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শাহীন চাকলাদার। নির্বাচনী বিধি মোতাবেক তিনি গত ২৬ নভেম্বর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শাহীন চাকলাদারের অফিসের স্টাফ নাসিমের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। তবে পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় শাহীন চাকলাদার তার দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেন।