যশোর মডেল পলিটেকনিকে শিক্ষকদের পাঁচদিন প্রশিক্ষণ শুরু

jessore map

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে পাঁচদিন ব্যাপি ’মাল্টিমিডিয়া ক্লাসরুম ডিজিটাল কনটেইন ফর প্রজেক্ট টিসিং ল্যানিং ট্রেনিং ফর টিসার্স’ শীষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের হলরুমে স্টেপ প্রজেক্টের ডেপুটি ডাইরেক্টর ফকরুল কবীর প্রধান অতিথি প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন- যশোর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আরাফাত ইদ্রিস ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ইদ্রিস আলী। অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সরকারি পলিটেকনিকের সাবেক চিপ ইন্সট্রেক্টর আবু আহমেদ। বিশ্বব্যাংকের অর্থনায়নে স্কিল ডেভলপমেন্টের এ ট্রেনিং শিক্ষকবৃন্দ অংশ নেন।