একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৫৩ জন বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন। চূড়ান্ত প্রার্থী তালিকায় মাঠে আছেন ৪০ জন। তবে ৩টি আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপির। এই সব আসনে দলীয় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই দলীয় প্রতীক পাবেন। বাকীদের প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
জানতে চাইলে যশোর জেলা রির্টার্নিং অফিসার মো. আবদুল আওয়াল জানান, দলীয় মনোনয়ন নিয়ে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারে। তারা অনেকে বৈধও হয়েছেন। নিয়মানুযায়ী প্রত্যেক দলের একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দলের বাকী প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির আবুল হাসান জহির।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি মো. মনিরুল ইসলাম, বিএনপির মোহাম্মদ ইসহক, ন্যাপ (মোজাফফর) অ্যাড. এটিএম এনামুল হক।
যশোর-৩ (সদর) আসনে বিএনপির অ্যাড. সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র মো. রবিউল আলম।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি’র মতিয়ার রহমান ফারাজী ও তানিয়া রহমান, জেএসডি’র মো. আবদুস সালাম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. ইকবাল কবির।
যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক।
যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির আবদুস সামাদ বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মোক্তার আলী।