বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মহান বিজয়ের এই মাসে নিয়াজীর মতই বিএনপি-জামায়াত আত্মসমর্পণ করবে।
তিনি বলেন, ‘যারা বিজয়ের মাসে জামাতের দাড়িপাল্লায় ধানের শীষ তুলে দেয় তারাও একইভাবে স্বাধীনতা বিরোধিতার দায়ে দুষ্ট।’
আজ সোমবার সকালে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন।
মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ, রমনা থানা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।
রাশেদ খান মেনন বলেন, তারেক রহমান এই বিজয়ের মাসে লন্ডনে বসে আইএসআই এর সাথে, আর মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বৈঠক করেন। একজন দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনই পাকিস্তানের হাইকমিশনে গিয়ে ষড়যন্ত্র করতে পারে না। সুতরাং এই বিজয়ের মাসেই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে পরাজিত করতে হবে।