যশোরের অভয়নগর উপজেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ইউপি চেয়ারম্যান খান এ কামাল, নাদির হোসেন মোল্যা, মফিজ উদ্দিন, বিষ্ণুপদ দত্ত, মোহাম্মাদ আলী, বিকাশ রায় কপিল, বাবুল আক্তার, পল্লী বিদ্যুতের পরিচালক এসএম ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুরুল মুরশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লবজিৎ কর্মকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল ইসলাম, ফরেস্টার সমিরণ কুমার বিশ্বাস, কুষি কর্মকর্তা গোলাম ছামদানি, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সাংবাদিক তারিম আহমেদ প্রমুখ।