যশোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর পথসভা ও অফিস উদ্বোধন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাডঃ জহুরুল হক জহির বাঘারপাড়ার জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে।

শুক্রবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে জহুরপুর ইউনিয়নের যাদবপুর, মাঝিয়ালী, তৈলকুপ, হিংগারপাড়া, বেতালপাড়া, উত্তর চাঁদপুর, হুলহট্টি ও চুতরবাড়ীয়া এলাকায় গণসংযোগ চালায়। এর আগে বেতালপাড়া বাজারে জাতীয় নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। পরে বিকালে বন্দবিলা ইউনিয়নের কেশবপুর কাদেরিয়া দরবার শরীফের হুজুরের কবর যিয়ারত করেন। এরপর খাজুরা বাজারে বিভিন্ন পর্যায়ের ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে রায়পুর ইউনিয়নের রায়পুর বাজারে দলীয় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের জনগণ এখন আওয়ামী লীগ-বিএনপির বিকল্প খুজছে। যে কারণে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি জনপ্রিয়তা বেড়েছে। একমাত্র জাতীয় পার্টিই পারে দলীয় প্রভাবমুক্ত সরকার গড়তে। তাই তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় পার্টির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।