‘শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে’

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মোল্যা মো. আবু কাওছার বলেছেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এখন আমাদের পবিত্র দায়িত্ব হলো নেত্রী যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের পক্ষে ভোট প্রার্থনাসহ তাকে বিজয়ী করতে যা কিছু করা লাগে সব করা।

সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধানঅতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলস কাজ করছেন, দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের বিজয়ী হওয়ার কোনও বিকল্প নেই। বাংলাদেশের মানুষ ২০০১ থেকে ২০০৮ সালের সেই অন্ধকার যুগে ফিরতে চায় না। বিশ্বনেতৃত্ব সকলেই আমাদের পক্ষে, আমাদের বিজয় অবশ্যম্ভাবী।

তিনি যশোর সদরে কাজী নাবিলসহ ৬ নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের এই কয়দিন নিরলস কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রমাণ হবে আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো, না কি স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবো। যদি সুখ শান্তি চাই- তাহলে অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র জননেত্রী শেখ হাসিনাকে কমপক্ষে ২১বার হত্যার চেষ্টা করেছে। তারা এখন নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

তিনি বলেন, আওয়ামী রীগ একটি বৃহৎ দল ও পরিবার। নেতৃত্ব পাওয়ার যোগ্য, মনোনয়ন পাওয়ার যোগ্য বহু নেতা রয়েছেন এই দলে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন কাউকে দায়িত্ব দেন, তখন আর কোনও দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নেই। সেকারণে এখন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সেক্রেটারি শাহীন চাকলাদার যশোরের ৬টি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনেক পরিশ্রম করছেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের কঠিন পরীক্ষা। ওইদিন প্রমাণ হবে, দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। আমাদের আসলে এখন দ্বিতীয় হওয়ার কোনও সুযোগ নেই, প্রথম হতে হবে। সেকারণে সবাই মিলে নৌকার মাঝি সজ্জন মানুষ কাজী নাবিল আহমেদকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কোনওভাবে যদি আমরা ফেল করি- তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। ঐক্যবদ্ধ থাকলে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে হারানো সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপি-জামায়াতচক্র অপপ্রচার চালাচ্ছে, তারা বলছে- নির্বাচনের দিন না কি আমরা ভোট ডাকাতি হবে। কিন্তু আমরা জানি, ভোট ডাকাতি আর বন্দুকের নলে ক্ষমতায় আসার রেকর্ড জিয়াউর রহমানের। দেশের তরুণ প্রজন্ম বলেছে, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

তিনি বলেন, আমাদের বড় দল, এই দলে নেতৃত্ব কিংবা জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্য বহু নেতা রয়েছেন। কিন্তু জননেত্রী কাউকে মনোনয়ন দিলে আর কোনও কথা থাকে না। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে সবাই নিরলস কাজ করবো।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিঠু, আজিজুল হক আজিজ, খায়রুল ইসলাম জুয়েল, শেখ রফিকুল ইসলাম টিটু, নূরে আলম সিদ্দিকী মিলন প্রমুখ।