বাঘারপাড়ায় ওয়ার্কার্স পার্টি কর্মী গ্রেফতার ও বাড়ী ভাংচুরের প্রতিবাদ

jessore map

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে গতকাল ১৮ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের বড়ো খুদরো গ্রামে ওয়ার্কার্স পার্টি কর্মী কাশেম জোয়াদ্দারকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।

পার্টি কর্মী কাশেমকে শিবির কর্মী দাবী করে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে, তাকে নাশকতা মামলায় চালান দেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক বলে নেতৃবৃন্দ বলেছেন।

অপরদিকে ১৬ ডিসেম্বর সাদীপুর গ্রামে পার্টি কর্মী নূর ইসলামের বাড়ী ভাংচুর করা হয়েছে। পার্টি নেতৃবৃন্দ এসব ঘটনায় আওয়ামী লীগের এমপি রনজিৎ রায়ের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে বলেছেন, এ রূপ অসংখ্য ঘটনায় যশোর-৪ নির্বাচনী এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং নির্বাচন কমিশন কাংখিত নির্বাচনী পরিবেশ কুলষিত হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নেতৃবৃন্দ পার্টি কর্মী কাশেমের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করে অব্যাহতভাবে নেতা কর্মীদের হয়রানী বন্ধ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।