নৌকা বিজয়ী হলে যশোরবাসী শান্তি ও স্বস্তিতে বাস করতে পারবে : কাজী নাবিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ ফতেপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার বিকাল থেকে তিনি এ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কথা বলে খোাঁজ-খবর নেন ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় কাজী নাবিল আহমেদ গ্রাম-পাড়া মহল্লার মুরব্বী যুবক সবাইকে দেশের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, নৌকা বিজয়ী হলে দেশের শান্তি ও স্বস্তি থাকবে। জামায়াত-বিএনপির সহ কোন সন্ত্রাসীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

এ সময় তার সাথে ছিলেন উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু সহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া সকালে যশোর জেলা জাসদের আয়োজনে শহরের শিক্ষাবোর্ড ও হাইকোর্ট মোড় এলাকায় নৌকার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সংগঠনের জেলা সহ-সভাপতি আহসান উল্লা ময়নার নেতৃত্বে এতে অংশ নেন জেলা মহিলা সম্পাদিকা নুর জাহান মজিদ, নারী জোটের যুগ্ম-আহবায়ক জেসমিন আহমেদ বিনা, জাসদ নেত্রী আসমা বেগম, মনি বেগম, সাদিয়া ইদ্রিস, আকলিমা বেগম প্রমুখ। নেতৃবৃন্দ শিক্ষাবোর্ডের হাইকোর্ট এলাকা সহ খাজুরা বাসস্ট্যান্ড, জেলরোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

যশোর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি জানান, জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার রায়ের নেতৃত্বে বিকালে নৌকার লিফলেট করা হয়েছে। রেলস্টেশন এলকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক নুর ইসলাম, পৌর সভাপতি জাকির হোসেন, সাধারণ মোস্তাফিজুর রহমান বাবর, সদরের যুগ্ম-সম্পাদক মশিয়ার রহমান, যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ, জাসদ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতু খন্দকার।