যশোরের ৬টি আসনে নৌকার বিজয় করতে বঙ্গবন্ধু সৈনিকলীগের জরুরী সভা অনুষ্ঠিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে কাজী নাবিল আহমেদ সহ যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতৃবৃন্দ রোববার বিশেষ জরুরী সভা করেছে।

এ সভায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোল্লা জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার কাজ করার আহবান জানিয়ে বলেন, নৌকা জয়ী হলে দেশ এগিয়ে যাবে। দেশ থেকে জঙ্গি সন্ত্রাস চিরতরে নির্মূল করা সম্ভব হবে। দেশবাসী শান্তিতে বসবাস করতে পারবেন। বিশ্বের দরবারে সম্মানের সাথে দেশ এগিয়ে যাবে। নৌকার পরাজয় হলে দেশে ধ্বংসলীলা সৃষ্টি হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিলীন হয়ে যাবে। তাই প্রার্থী নয় নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে ভোট ভিক্ষা করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরের নেতৃবৃন্দকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার কাছে নৌকার ভোট চাইতে হবে।

সংগঠনের জেলা সভাপতি আজাদ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অখিল বিশ্বাস, যুগ্ম-সম্পাদক মুতাসিসন বিল্লাহ টিপু, প্রচার সম্পাদক বেল্লাল হোসেন, উপ-প্রচার সম্পাদক নাজমুল হোসেন তাজ, অর্থ সম্পাদক মীর লিওন হোসেন, বাঘারপাড়ার উপজেলা সভাপতি এমএ গফুর সরদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শহরের ৯নং ওয়ার্ডের সভাপতি নুরমিয়া ও সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান।