অসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট চাওয়ায় যশোর শহরতলী পাঁচবাড়িয়া গ্রামে ইসমাইল হোসেন (৪০) নামে এক বিএনপি কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ইজ্জত উল্লাহর ছেলে।
আহত ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার রাত আট টার দিকে তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিয়ে এলাকায় ধানের শীষ প্রতীকের ভোট চাইছিলেন। এ সময় ক্ষমতাশীন দলের আট-নয় জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানিয়েছেন, আহত ইসমাইল হোসেনের অবস্থা আশংকাজনক। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার দু’পা ভেঙে গেছে।