যশোরের বেজপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আ’লীগ কর্মী জখম

jessore map

যশোর শহরের বেজপাড়া আকবরের মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুকুর আলী (১৮) নামে এক যুবক জখম হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার খোকন সরদারের ছেলে।

আহত শুকুর আলী জানিয়েছেন, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহম্মেদের নির্বাচনী কাজ করছেন। বুধবার দুপুর তিন টার দিকে তিনি এলকায় নির্বাচনী প্রচারের কাজ করছিলেন। এ সময় স্থানীয় দুর্বৃত্ত সজিবের নেতৃত্বে তানভিরসহ সাত আট জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।