যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদ থেকে পুলিশ অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুর ১২ টার সময় নওয়াপাড়া ভৈরব নদের ফেরীঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
অভয়নগর থানা পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসি জানায়, গত ২ দিন ধরে লাশটি ভৈরব নদে ভেসে বেড়াতে দেখা যায়। বুধবার অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ জানান, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর বলা যাবে।”