এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক হয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে ভোটের মাঠে নড়াইলের প্রচারণায় বড় চমক হয়ে আসে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। অধিনায়কের সাথেই স্থানীয় নারীনেত্রী ও নিজ বোনদের চালাচ্ছেন তার স্ত্রী। এলাকার নারীদের কাছে গিয়ে শুনছেন তাদের ভাবনা। স্বামীর জন্য ভোট চেয়ে আশ্বাস দিয়েছেন পাশে থাকার।
দীর্ঘ ইনজুরির ক্যারিয়ারে মাশরাফি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন সহধর্মীনির। সবসময়ই মাশরাফিকে ছন্দে থাকতে দুর্দান্ত ভূমিকা পালন করেন তিনি। মাশরাফিকে খেলায় মনোযোগ দিয়ে নিপুণ দক্ষতায় ঘর সামলিয়েছেন সুমি।
ভোটের মাঠে এমন সরব উপস্থিতি থাকলেও বরাবরই ক্রিকেট পাড়ায় চুপচাপ স্বভাবের সুমি। বিসিবির কোন অনুষ্ঠানে মাশরাফির সঙ্গে তার উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু ভোটের মাঠেই দেখা গেল অন্য এক সুমিকে। মাশরাফির পক্ষে জনসভায় যাচ্ছেন নিয়মিত। তার আন্তরিকতায় মুগ্ধ নড়াইলের নারীরা। তাই তারাও ভরসা রাখতে চায় মাশরাফিতে।
এমনকি নড়াইলের মাঠে-ঘাটে, পাড়ায় মহল্লায় মাশরাফির বন্দনার পাশে চলছে সুমিরও বন্দনা। অনেকেই মজা করে বলছেন, মাশরাফি ভাইয়ের জনপ্রিয়তায় হানা দিয়েছেন ভাবী।
নির্বাচনী পথসভায় মাশরাফিকে নিয়ে সুমি গিয়েছিলেন লোহাগড়া উপজেলার দেবী গ্রামে। যেখানে সুমির জন্ম ও শৈশব শুরু। সেখানেই স্বামীর জন্য ভোট চাইলেন এলাকার জামাইয়ের জন্য।
পারিবারিক সূত্রে রাজনীতর সঙ্গে খানিকটা পরিচয় ছিল সুমির। তবে এভাবে পথে-প্রান্তরে ঘুরে, উঠোনে, বাড়িতে গিয়ে গণসংযোগের অভিজ্ঞতা এই প্রথম।