যশোর শহরতলী শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় দু’বিএনপি কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহরতা হলো, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকার আব্দুল কাদেরের ছেলে রয়েল (২৮) ও মৃত নান্নু মিয়ার ছেলে তুহিন হোসেন (৩০)।
আহত রয়েল জানিয়েছেন, শনিবার বিকাল সাড়ে চার টার দিকে তারা শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষের পোষ্টার লাগাচ্ছিলেন। এ সময় ক্ষমতাশীন দলের সম্রাটের নেতৃত্বে সাগর, আনন্দ, সজল, সেলিম, ভাসাসহ ১২/১৩ জন তাদের উপর হামলা করে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।