যশোর-৪ আসনে লাঙ্গল প্রার্থীর ভোট স্থগিতের আবেদন

jessore map

যশোর-৪ আসনে জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী মো. জহুরুল হক ভোটগ্রহণ স্থগিতের আবেদন করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে দেওয়া এক আবেদনপতে তিনি বলেন, তার আসনে রাতের আঁধারে প্রায় ১০০ কেন্দ্রে ভোট প্রদান, রাতভর ব্যাপক বোমাবাজি, সকালে ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন। এজন্য তিনি ওই আসনে ভোটগ্রহণ স্থগিতের আবেদন করেন।

যশোরের জেলা প্রশাসকের পক্ষে অফিস সহকারী তফছির উদ্দিন অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।

একই অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী টিএস আইয়ুব। তিনি বলেন, প্রায় সব কেন্দ্র দখলে নিয়ে সরকারি দলের প্রার্থীর সন্ত্রাসীরা। সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন না। তবে এই প্রার্থী এখনো ভোট স্থগিত বা বর্জনের ঘোষণা দেননি।