একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কিনোলায়েভ এ অভিনন্দনপত্র প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বরাত দিয়ে বাসস জানিয়েছে, পত্রে শেখ হাসিনার জন্য একটি অভিনন্দন বার্তা রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ন সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট পুতিন অত্যন্ত সন্তষ্ট। পত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা বৃদ্ধির আশাপ্রকাশ করেছেন পুতিন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সুসাস্থ্য ও সফলতা কামনা করেছেন তিনি।
রাশিয়া ছাড়াও, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।