যশোরের অভয়নগরে সাংবাদিক সমাজ ও অভয়নগরবাসীর উদ্যোগে যশোর-৪ আসনের টানা তিনবার নির্বাচিত এমপি রণজিত কুমার রায়কে মন্ত্রী করার দাবীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য শাহ্ মুরাদ আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর উন্নয়ন ফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, অধ্যাপক সুকুমার ঘোষ, দক্ষিণ বাংলা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম সুর, শ্রমিক নেতা লিটন শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- দেশের ও জনগণের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদে এমপি রণজিত রায়কে অন্তভূক্তি করলে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলাসহ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নবাসীর ভাগ্যন্নয়ন সম্ভব।
মানববন্ধন শেষে একটি র্যলি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।