মহিলা আ’লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা মোশারফের ইন্তেকাল

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আশরাফুন্নেছা মোশারফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

শুক্রবার সকাল সোয়া ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশরাফুন্নেছা মোশারফ মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও ও ধানমন্ডি উত্তর এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ডা. মোশাররফ হোসেনের সহধর্মিনী।