ট্রান্সমিশনওয়ালা কচ্ছপ নিয়ে সিদ্ধান্ত ৩ সপ্তাহ পর

বাগেরহাটের মোংলার একটি খাল থেকে উদ্ধার স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপের শুশ্রুষা চলছে।

সুন্দরবন করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রে তার শুশ্রুষা চলছে। মাথায় ক্ষত তৈরি হয়েছে, সেটি সেরে উঠতে তিন সপ্তাহ লাগতে পারে।

করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রের স্টেশন ম্যানেজার আবদুর রব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার উদ্ধার সাড়ে ১২ কেজি ওজনের বাটাগুর বাসকা কচ্ছপ এখন আশঙ্কামুক্ত। তবে, মাথার অগ্রভাগে, নাকের কাছে চামড়া ছিলে গেছে। পুরোপুরি সেরে ওঠার পর গবেষকরা সিদ্ধান্ত নেবেন, তাকে আবার গবেষণাকাজে ব্যবহার করা হবে কি না?’

এর আগে সোমবার স্যাটেলাই ট্রান্সমিশনসহ বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপটি সুন্দরবন সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে জেলেরা পান। পরে তাদের খবরে বন বিভাগের লোকজন এসে কচ্ছপটি নিয়ে যায়।

আবদুর রব বলেন, ‘গত ২ অক্টোবর স্যাটেলাইট ট্রান্সমিশন সাটানো ৫টি বাটাগুর কচ্ছপ সুন্দরবনের কালিরচরের সমুদ্র মোহনায় ছাড়া হয়েছিল। দুটি আগেই মারা গেছে। উদ্ধার কচ্ছপটি তাদেরটি একটি।’