রায়ডুর ব্যাটে ভারতের জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্বাতি রায়ডুর ব্যাটে জয় পেয়েছে ভারত। রবিবার রোহিত শর্মার নেতৃত্বে ৩৫ রানে জয় পায় সফরকারীরা। এই জয়ের ফলে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। সিরিজের প্রথম তিন ম্যাচে জয় পেলেও চতুর্থ ম্যাচে ভারত হেরেছিল। এবার কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ধোনি-রোহিতরা।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ২৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন জেমস নিশাম। ভারতের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ৩টি, হার্দিক পান্ডিয়া ২টি, মোহাম্মদ শামি ২টি, ভুবনেশ^র কুমার ১টি ও কেদার যাদব ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫২ রান সংগ্রহ করে অলআউট হয় সফরকারী ভারত। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন আম্বাতি রায়ডু। চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৯০ রান করে আউট হন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৪টি, ট্রেন্ট বোল্ট ৩টি ও জেমস নিশাম ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন আম্বাতি রায়ডু। ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৩৫ রানে জয়ী ভারত।

ভারত ইনিংস: ২৫২ (৪৯.৫ ওভার)

(রোহিত ২, ধাওয়ান ৬, গিল ৭, আম্বাতি রায়ডু ৯০, ধোনি ১, শঙ্কর ৪৫, কেদার যাদব ৩৪, হার্দিক পান্ডিয়া ৪৫, ভুবনেশ^র ৬, শামি ১, চাহাল ০*; ম্যাট হেনরি ৪/৩৫, ট্রেন্ট বোল্ট ৩/৩৯, নিশাম ১/৩৩, গ্র্যান্ডহোম ০/৩৩, মুনরো ০/৪৭, স্যান্টনার ০/১৮, টড অ্যাসল ০/৩৫)।

নিউজিল্যান্ড ইনিংস: ২১৭ (৪৪.১ ওভার)

(মুনরো ২৪, নিকোলস ৮, উইলিয়ামসন ৩৯, টেইলর ১, লাথাম ৩৭, নিশাম ৪৪, গ্র্যান্ডহোম ১১, স্যান্টনার ২২, অ্যাসল ১০, হেনরি ১৭*, বোল্ট ১; ভুবনেশ্বর ১/৩৮, শামি ২/৩৫, হার্দিক পান্ডিয়া ২/৫০, শঙ্কর ০/১৯, চাহাল ৩/৪১, কেদার যাদব ১/৩৪)।

ম্যাচ সেরা: আম্বাতি রায়ডু (ভারত)।

সিরিজ সেরা: মোহাম্মদ শামি (ভারত)।