ফাইনালে উঠে যা বললেন সাকিব

বিপিএলের এলিমিনেটর রাউন্ডের আগে টানা পাঁচ ম্যাচ হেরেছিল ঢাকা ডায়নামাইটস। তবে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সাকিব আল হাসানের দল। গতকাল কোয়ালিফায়ার ম্যাচে আগের আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় শক্তিশালী ঢাকা। রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, আর দশটা ম্যাচের মতোই ফাইনালটা উপভোগ করবে তাঁর দলের খেলোয়াড়রা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। ফাইনালে তাদের প্রতিপক্ষ তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবারের আসরে লিগ পর্বে কুমিল্লার সঙ্গে দুবারের দেখায় দুবারই পরাজিত হয়েছে ঢাকা। তাদের বিপক্ষেই ফাইনালের আগে দলের সবাইকে নির্ভার থাকার পরামর্শ দিয়েছেন ডায়নামাইটসের অধিনায়ক সাকিব। বলেছেন, ‘ফাইনালে কুমিল্লার বিপক্ষে কঠিন লড়াই হবে জানি। তবে আমি চাই, দলের সবাই চিন্তামুক্ত থেকে অন্য আর দশটা ম্যাচের মতোই ফাইনালটা উপভোগ করুক।’

আসরে কঠিন পরিস্থিতিতে পড়লেও দল আশাহত হয়নি জানিয়ে সাকিব বলেন, ‘আমরা টুর্নামেন্টের কোনো পর্যায়েই একবারের জন্যও আশা ছাড়িনি। মাঝখানে অমন বাজে পারফরম্যান্সের পর ফাইনালে ওঠাটা সহজ বিষয় ছিল না। এটা সম্পূর্ণ দলীয় অর্জন। দলের কাছে আমার খুব বেশি চাওয়া-পাওয়া আর নেই, আমি খুবই খুশি।’

ফাইনালের আগে পেছনের ভুলত্রুটিগুলোও কাটিয়ে উঠতে ডায়নামাইটস শিবিরের সবাই উৎসুক হয়ে আছে। তা ছাড়া দলের সবাই ফিট আছেন জানিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘এত লম্বা একটা টুর্নামেন্টে একটু ত্রুটিবিচ্যুতি, এদিক-সেদিক হতেই পারে। কিন্তু ফাইনালে নিজের সেরাটা ঢেলে দেওয়ার জন্য দলের সবাই মুখিয়ে আছে।’