রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন মাশরাফি, তামিমরা

বিপিএলের শিরোপা জিতে উৎসব করার সুযোগ পাচ্ছেন না তামিম ইকবাল। আজ রাতেই তাকে দেশ ছাড়তে হচ্ছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সাইফউদ্দিনেরও একই অবস্থা। দুজনই প্রথমবারের মতো পেয়েছেন টি-টোয়েন্টির শিরোপার স্বাদ।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রাতে ঢাকা ছাড়বেন পাঁচ ক্রিকেটার। তামিম ও সাইফউদ্দিনের সঙ্গী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও রুবেল হোসেন। এরই মধ্যে লিটন, সৌম্য, মুশফিক, মিথুন, মাহমুদউল্লাহ, মিরাজ, নাঈম, শফিউল, মুস্তাফিজ ও সাব্বির নিউজিল্যান্ড পৌঁছেছেন। তাদের সঙ্গে আছেন টেস্ট স্কোয়াডের দুই ক্রিকেটার মুমিনুল হক ও সাদমান ইসলাম। আজ নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টেস্ট স্কোয়াডের দুই ক্রিকেটার।

রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রওনা হবেন এই পাঁচ ক্রিকেটার। মাঠে নামার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার তেমন সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিপিএলের টানা এক মাসের ধকল সামলে ওঠার আগেই আন্তর্জাতিক মঞ্চে নামতে হচ্ছে তাদের।

১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে নেপিয়ারে হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। ম্যাচ দুটি হবে ক্রাইস্টচার্চ ও ডানেডিনে। ওয়ানডের পর টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। শেষ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল মাশরাফির দল। এর আগে ২০০৮ এবং ২০১০ সালের সফরে দুবারই ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১৫ বিশ্বকাপের ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে নিউজিল্যান্ডে ১০ ওয়ানডের সবকটিতেই বাংলাদেশ হেরেছে। তিন ফরম্যাট মিলিয়েও নিউজিল্যান্ডে ২১ ম্যাচের সবগুলোতেই হার সঙ্গী করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ,তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।