আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির কুপিয়ে হত্যা

chuadanga map

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গ্রামের একটি পান ক্ষেত থেকে ওই ব্যক্তির ক্ষত বিক্ষত মরদেহটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ভোগাইল বগাদী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি পান বরজে কুপিয়ে হত্যা করা অজ্ঞাত এক ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজজামান জানান, গ্রামের জনৈক কৃষক রশিদুল ইসলামের পান বরজ থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশি কার্যক্রমও শুরু হয়েছে।