ঝিনাইদহের মেধাবীছাত্র সাব্বিরকে বাঁচাতে এগিয়ে আসুন

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দরিদ্র ট্রাক ড্রাইভার গোলাম সরোয়ারের ছেলে সাব্বির হোসেন যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের মার্কেটিং বিভাগের বিবিএ প্রথম বর্ষের মেধাবী ছাত্র সাব্বির রহমান জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সে দুরারোগ্য রোগ Guillain–Barré syndrome (GBS) ভাইরাসে আক্রান্ত। বর্তমানে বাকশক্তি, চলার শক্তি, অনুভুতিহীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

সাব্বিরের পিতা গোলাম সরোয়ার জানান, ব্যায়বহুল এই রোগের চিকিৎসা করতে দশ লক্ষাধিক টাকার প্রয়োজন। ট্রাকচালক হতদরিদ্র পরিবারের এই সন্তানের পিতার দ্বারা একা চিকিৎসার খরচ করা সম্ভব না। তাই সাব্বিরের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতাসহ স্বজনরা।

সাহায্য পাঠানোর ঠিকানা- হৃতিক আহমেদ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, একাউন্ট নাম্বার-২২৮১৫১২২৬৩৭। সাব্বিরের বড় ভাই হৃতিক আহমেদ বিকাশ নম্বর-০১৯১৩-৪০৪৩৭১, ০১৭২৪-৮৬৫৮৫৪। বিস্তারিত জানতে রোগীর বাবা গোলাম সরোয়ার মোবাইল নম্বর ০১৭৪০-৯০৮০৭৪।