গত ৩ মার্চ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জাতীয় সংসদে দেয়া বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার ঢাকায় এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পল্টনের জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদসভায় সমমনা ইসলামি দলগুলোর নেতারাও উপস্থিত হন।
সভায় সভাপতিত্ব করেন জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও পরিচালনা করেন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।
সভায় বক্তারা বলেন, রাশেদ খান মেনন হেফাজত আমির সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী, ঈমান আকিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, উলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ভাষায় মিথ্যাচার ও উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তিনি খতমে নবুওয়াতের অস্বীকারকারী ও মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া জামাতের পক্ষে এবং খতমে নবুওয়াত আন্দোলনের বিরুদ্ধে জঘন্য কথা বলেছেন। এছাড়াও তিনি স্কুল-কলেজের শিক্ষায় অসাম্প্রদায়িক চেতনার নামে মূলত নাস্তিক্যবাদি ধ্যান-ধারণার পাঠ যুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কট‚ক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
প্রতিবাদসভায় বক্তারা রাশেদ খান মেননকে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি এবং সংসদের কার্যবিরণী থেকে তার বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তৌহিদি জনতা এসব কট‚ক্তি, অপপ্রচার ও ধর্মবিদ্বেষী বক্তব্যের সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন বক্তারা।
সভায় ইসলামি দলগুলোর নেতারা সরকারের প্রতি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেন।
বক্তারা শুক্রবার ঢাকা বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে শরিক হওয়ার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী জেলার সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক হেকিম আব্দুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা সানা উল্লাহ মাহমূদী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন হোসাইন কাসেমী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ মুস্তফা মুঈনুদ্দীন খান, খেলাফত মজলিসের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল জলীল, জমিয়তের দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, জমিয়ত ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী প্রমুখ।