বেতন বৈষম্য দূর করণের দাবিতে যশোরে মানববন্ধন করেছে শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করণের দাবিতে যশোরে মানববন্ধন করেছে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বলা হয় শিক্ষাপ্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষকদের বেতন দশম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান করা হবে। কিন্তু বাস্তবে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড প্রদান করা রহয়েছে। যা সহকারী শিক্ষকদের অপমান। তাই অবিলম্বে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান করে বেতন বৈষম্য নিরসন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেক কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মশিয়ার রহমান, শাহাবুদ্দিন, শাহিনুর রহমান শিমুল, জোবায়ের আল মামুন, মারুফ হোসেন, হাসিবুল হাসান প্রমুখ।