যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

jessore map

যশোরে সড়ক দুর্ঘটনায় হাসান নেওয়াজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরতলী উপশহর সারথি মিল এলাকার আলমগীর হোসেন মিন্টুর ছেলে।

নিহতের ফুফাতো ভাই শাহারুল ইসলাম জানান, রোববার সকাল ১১ টার দিকে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্র ১৪- ৯৮৫৭) ধোলাই করবার জন্যে সারথি মিল এলাকায় আনা হয়। এ সময় নেওয়াজসহ এলাকার বেশকিছু যুবক ওই গাড়িতে উঠেন। গাড়িটি তিতুমির ছাত্রাবাসের সামনে এসে পোঁছালে দ্রুত গাড়ি থেকে নামতে যেয়ে পড়ে যায় নেওয়াজ। তখন গাড়ির পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানিয়েছেন, সোহাগ পরিবহনটি চালাচ্ছিলেন বাসের হেলপার স্থানীয় মানিক নামে এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সপর্দ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।